• জুন ১২, ২০২২
  • বিজ্ঞপ্তি
  • 342
এসএমএস এডুকেশন গ্রুপ সিলেট’র দিনব্যপী ইউকে এডুকেশন এক্সপো সেমিনার

নিউজ ডেস্কঃ ইউ.কে’র বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ পড়ালেখার সুযোগ এবং স্টুডেন্ট ভিসা সংক্রান্ত সকল তথ্য আদান-প্রদানসহ শিক্ষার্থীদের দিক নির্দেশনায় দিনব্যপী ‘ইউকে এডুকেশন এক্সপো ২০২২’ শীর্ষক সেমিনার এর আয়োজন করেছে এসএমএস এডুকেশন গ্রুপ।

১১ জুন শনিবার সিলেট নগরীর জল্লাড়পারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত সেমিনারে অংগ্রহনকারী শিক্ষার্থীদেরকে তথ্যবহুল সেবা প্রদান করেনব ঢাকা ও সিলেটের অভিজ্ঞ পরামর্শদাতাগন।

সেমিনারে এসএমএস এডুকেশন গ্রুপ সিলেট’র এর প্রধান পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউকে প্রবাসি এম মতিউর রহমান, এসএমএস এডুকেশন গ্রুপ বিডি’র হেড অব কাউন্সিলর ফারাহ তাসনিম রাইসা, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপের বিজনেস ডেভেলপ ম্যানেজার তানভির আহমদ, এসএমএস এডুকেশন গ্রুপ বিডি’র সিলেট’র প্রধান পরিচালক মো. বদরুল ইসলাম হামজা।