- জুন ১৪, ২০২২
- শীর্ষ খবর
- 226
নিউজ ডেস্কঃ ভারতে মহানবী মুহাম্মদ (সা:) কে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফের উত্তাল হয়েছে উঠেছে সিলেট নগরী।
মঙ্গলবার সকাল থেকেই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নগরীর কোর্ট পয়েন্টে এসে জড়ো হয়। দুপুরে তা রুপ নেয় জনসমুদ্রে। বাদ যোহর থেকে আল্লামা মুহিবুল হক গাছবাড়ীর ডাকে অনুষ্ঠিত সমাবেশে এক সময় মিছিলের নগরীতে পরিণত হয়ে যায় পুরো সিলেট।
এই সমাবেশে ভ্রাম্যমাণ দুটি ট্রাকে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ী।
সমাবেশে বক্তারা মহানবীকে কটুক্তিকারী ভারতের বিজিপি নেত্রী নুপুর শর্মা ও জিদ্দালের শাস্তির দাবিতে স্লোগান প্রদান করেন। এই ঘটনায় ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি সংসদের নিন্দা প্রস্তাব উত্থাপনে সরকারের নিকট আহ্বান জানান আন্দোলনকারীরা।