• জুন ১৪, ২০২২
  • শীর্ষ খবর
  • 351
দোয়ারাবাজারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ জেলে আব্দুল হাসিম (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোস্তেগানী হাওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৩ জুন) স্থানীয় গোস্তেগানী হাওড়ে নৌকা দিয়ে মাছ ধরতে যায় জেলে আব্দুল হাসিম। বিকেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে ওই হাওড়ে আব্দুল হাসিমের ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ডুবন্ত নৌকাসহ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।