- জুন ২১, ২০২২
- শীর্ষ খবর
- 238
নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে ভেসে যাওয়া মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ছাতারখাই গ্রামের হাওর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার মহালীখলা গ্রামের আজব আলীর স্ত্রী নজমুন নেছা (৫০) ও তার ছেলে রহমান মিয়া (১৪)।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ দস্তগির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বন্যার পানির তোড়ে মা-ছেলে গত শনিবার (১৮ জুন) থেকে নিখোঁজ ছিল। আজ তাদের উদ্ধার করা হয়েছে।
নিহত মা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, ঘটনার দিন ছেলেকে নিয়ে নজমুন নেছা আমিরাবাদ গ্রামে মেয়ের বাড়ি থেকে মহালীখলা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সড়কের ওপর বন্যার প্রবল স্রোতে ভেসে যান তারা। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে নিখোঁজের খবরটি পায়নি পরিবার ও প্রশাসন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মরদেহ দু’টি ছাতারখাই হাওরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে, নজমুন নেছা ও তার ছেলের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।