• জুন ২৩, ২০২২
  • শীর্ষ খবর
  • 271
সিলেট মেট্রোপলিটন চেম্বারের ৫ম দিনের মতো ত্রাণ বিতরণ

নিউজ ডেস্কঃ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)এর ৫ম দিনের মত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুন সিলেট সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।

সিলেট শহরতলীর টুকের বাজার, কান্দিগাঁও ইউনিয়নের বলাউরা, বাংলাবাজার, ধনপুর খেওয়াঘাট, গোফাল বাজার ইত্যাদি স্থানে প্রায় ৫০০ পরিবারের মাঝে এসএমসিসিআই এর পক্ষ থেকে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো:জাহাঙ্গীর হোসেন, কান্দিগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন,প্রভাষক সেলিম আহমদ, স্থানীয় মেম্বার মুহিবুর রহমান, মোঃ শামিম আহমদ,জামাল আহমদ,মিল্লাদ আহমদ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

চেম্বার নের্তৃবৃন্দ বলেন, এসএমসিসিআই এর এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সবাইকে যার যা সামর্থ্য আছে তা নিয়ে দূর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান।