- জুন ২৫, ২০২২
- শীর্ষ খবর
- 462

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বৈঠাখাল এলাকায় শাখা বরাক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি মৌলভীবাজার থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের কাছে খবর পেয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শাখা বরাক নদীর উজানে মৌলভীবাজার জেলা। মরদেহটি সেখান থেকে বন্যার পানির সঙ্গে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। সুরতহাল রিপোর্ট তৈরীর পর মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।