- জুলাই ৬, ২০২২
- শীর্ষ খবর
- 240
নিউজ ডেস্কঃ সিলেট অঞ্চলে ভাসমান বেডে আধুনিক পদ্ধতিতে বছরব্যাপী মসলা চাষ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের অর্থায়নে সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেট এই মাঠ দিবসের আয়োজন করে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরে নিজাম মিয়া ও বেলাল আহমদের ভাসমান বেড সংলগ্ন স্থানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট মৌলভীবাজার আঞ্চলিক কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম হায়দার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনফিক আহমেদ চৌধুরী।
সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুলের সভাপতিত্বে মাঠ দিবসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।