- জুলাই ১৩, ২০২২
- শীর্ষ খবর
- 268
নিউজ ডেস্কঃ সিলেটে বন্যাজনতি কারণে বাড়ছে লাশের মিছিল। গত সোমবার (১১ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা ছিলো ৬৩, মঙ্গলবার বেড়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪-তে।
বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতি বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বন্যার পানিতে ডুবে, বজ্রপাতে, সাপের দংশন ও বন্যাজনিত বিভিন্ন রোগে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন ৬৪ জন। বিভাগের সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে সাত জন ও হবিগঞ্জে ১০ জন।
এছাড়া টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ছয় জন, নেত্রকোনায় ১৯ জন, জামালপুর নয় জন, শেরপুরে সাত জন, লালমনির হাট সাত জন, কুড়িগ্রামে পাঁচ জন মারা গেছেন।
বিবৃতিতে আরও বলা হয়- ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত সিলেটসহ সারাদেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৪০ জন। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৯ জন।