• জুলাই ২০, ২০২২
  • শীর্ষ খবর
  • 281
বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজারে ঔষধ কোম্পানির গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আসাদুজ্জামান মুন্না (২২)। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল আরোহী ছিলেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় সিলেট-বিয়ানীবাজার সড়কের আব্দুল্লাহপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না উপজেলার শেওলা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের বৈরাগীবাজার এলাকার আব্দুল্লাহপুর অংশে বিপরীতগামী একটি ঔষধ কোম্পানির গাড়ির সঙ্গে নিহত মুন্নার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটারসাইকেল আরোহী মুন্না মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়। তার দাফনও সম্পন্ন হয়েছে।