- জুলাই ৩০, ২০২২
- শীর্ষ খবর
- 358

হবিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।
শনিবার ৩০ জুলাই সকালে মহাসড়কের মৌচাক বাগান বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এর মধ্যে নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শাহী মহল্লা এলাকার আলী শেখ এর পুত্র লিটন শেখ (৫৫)। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সকালে ওই এলাকায় সিলেটগামী একটি রড বোঝাই ট্রাক রাস্তার পাশে দাড় করিয়ে চাকা পরিবর্তন করছিল। এসময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ট্রাক চালক লিটন শেখের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ধাক্কা দেয়া ট্রাকের হেলপার। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।