- আগস্ট ৪, ২০২২
- শীর্ষ খবর
- 258
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে গত ২৪ ঘন্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে।
তারা জানায়, গত চব্বিশ ঘন্টায় এ দুজনের মৃত্যু হয়। তারা সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১২৪৭ জনের দাঁড়িয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট জেলায় ১০৫১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৭৫ জন মারা গেছেন।
এদিকে, গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন।
তাদেরকে নিয়ে বিভাগে মোট করোনাক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৫২৬ জন। এদের মধ্যে ৬৫ হাজার ৭৫৮ জনই সুস্থ হয়ে ওঠেছেন।