• আগস্ট ৫, ২০২২
  • জাতীয়
  • 250
হামলা হলে পুলিশ কি আঙুল চুষবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ ভোলায় হামলার শিকার হওয়ার পর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর পুলিশ চড়াও হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হামলার শিকার হলে পুলিশ আঙুল চুষবে কি না, সে প্রশ্নও করেছেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কাদের এসব কথা বলেন।

সারা দেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৩১ জুলাই ভোলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির। এ ঘটনায় সেদিনই স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহত হন। পুলিশ সদস্যসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের।

সে সংঘর্ষের প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘আগস্ট এলেই দলটি (বিএনপি) সত্যের মুখোমুখি হতে ভয় পায়।’

ভোলার ঘটনায় আগে পুলিশের ওপর আক্রমণ হয়েছিল দাবি করে কাদের বলেন, ‘ভোলার ঘটনা কে ঘটিয়েছে, কীভাবে ঘটেছে, ভিডিও ফুটেজ দেখুন। কারা আক্রমণ করেছে? কারা অস্ত্র নিয়ে মিছিল করেছে? কারা অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে? পুলিশকে আঘাত করলে পুলিশ কি আঙুল চুষবে?’

তিনি আরও বলেন, ‘তাদের ঘাতক চেহারা ভোলায় তারা স্পষ্ট করেছে। তারা আসলে নির্বাচনের আগে একটা অস্থির এবং উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে; চেয়েছে আবারও আগুন-সন্ত্রাস করে নির্বাচনি পরিবেশ নষ্ট করতে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শহীদ শেখ কামাল হতে পারতেন তারুণ্যের রোল মডেল। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে ছিল তার অবাধ বিচরণ।’