- আগস্ট ৯, ২০২২
- শীর্ষ খবর
- 273
নিউজ ডেস্কঃ দুবাই ফিরতে পারলেন না রেমিটেন্স যোদ্ধা হাদিউল হক। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নামক স্থানে বিপরীতগামী একটি পিক আপ ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হন হাদিউল। এ সময় প্রাইভেট কারে থাকা তার তিন স্বজন ও চালকও আহত হন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান হাদিউল (৪৮)। তিনি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে।
ছুটি কাটাতে দেশে এসেছিলেন হাদিউল। ছুটি শেষ হলে মঙ্গলবার দুবাইয়ের ফ্লাইট ধরতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনায় আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, হাদিউলের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন নিহতের সহোদর। দুর্ঘটনার পর পরই পিকআপ নিয়ে পালিয়ে যান চালক।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পিক আপ ও সেটির চালককে আটকের চেষ্টা চলছে।