• আগস্ট ১৫, ২০২২
  • সিলেট
  • 15
সিলেটে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী হেলাল উদ্দিনের ওপর সন্ত্রাসীদের হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় চাঁদা না দেওয়ায় মোঃ হেলাল উদ্দিন নামে এক পাথর ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ কানিজ প্লাজায় এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মেট্রো মেডিকেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। প্রাথমিকভাবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা ওই ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার পরিমাণ বাড়তে থাকায় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ হেলাল উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে আজ বেলা প্রায় ১টা ৩০ মিনিটের দিকে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজে প্রবেশ করে এবং চাঁদা দাবি করে।

ব্যবসায়ী হেলাল উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। তার চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা নগদ টাকাসহ প্রতিষ্ঠানের মূল্যবান সামগ্রী লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মেট্রো মেডিকেয়ার ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহত ব্যক্তির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।