- আগস্ট ৩০, ২০২২
- বিজ্ঞপ্তি
- 309
নিউজ ডেস্কঃ সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, আওয়ামীলীগ সরকার জনগনের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। যারাই সরকারের অনিয়ম দুর্নীতির কথা বলেন, তাদেরকে গুম ও খুন করা হয়েছে। সিলেটবাসীর প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী, তার ড্রাইভার আনসার আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ সহ এখন পর্যন্ত দেশের প্রায় ৬ শতাধিক নাগরিককে গুম করে রাখা হয়েছে। এসব গুম, খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যাবে না। অভিলম্বে আমাদের গুম হওয়া সকল নেতাকর্মীদের ফিরিয়ে দিতে হবে।
মঙ্গলবার সকালে গুম হওয়া মানুষের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি, যুগ্ম আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক সালেহ আহমেদ খসরু, সদস্য সৈয়দ তৌফিকুল হাদি, মুকুল আহমদ মোর্শেদ, আফজাল উদ্দিন, মহবুব চৌধুরী।
এসময় ৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মানিক মিয়া, ১১নং ওয়ার্ডের আহবায়ক খসরুজ্জামান খসরু, ২১ নং ওয়ার্ডের আহবায়ক সৈয়দ মিনহাজ উদ্দিন মুসা, শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।