- আগস্ট ৩১, ২০২২
- শীর্ষ খবর
- 246
নিউজ ডেস্কঃ সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) পদে যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন। বুধবার (৩১ আগস্ট) নবাগত এ পুলিশ সুপার যোগদান করেছেন বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র মো. লুৎফর রহমান।
তিনি জানান- ‘আমাদের নতুন পুলিশ সুপার স্যার যোগদান করেছেন। শিগগিরই সাংবাদিকদের নিয়ে বসবেন তিনি।
দায়িত্ব পালনে সকল সহকর্মী ও সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবাগত এসপি।
জানা যায়- পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোয়াট ও ভিআইপি প্রটেকশন ট্রেনিং গ্রহণ করেছেন। এছাড়াও যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ সিভেনিং স্কলারশিপের আওতায় ডিফেন্স একাডেমী ইউকে থেকে ‘সিকিউরিটি সেক্টর ম্যানেজমেন্ট’ বিষয়ে ‘পোস্ট গ্রাজুয়েট’ সনদ গ্রহণ করেছেন।
মেধাবী এ পুলিশ কর্মকর্তা শিক্ষা জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জবি) হতে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকালে অসামান্য কৃতিত্বের জন্য ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লাভ করেন। পুলিশে যোগদানের পূর্বে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অর্থনীতি বিভাগের প্রভাষক’ ছিলেন।
ব্যক্তি জীবনে মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিণী শামীমা আক্তার রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।