- সেপ্টেম্বর ৬, ২০২২
- শীর্ষ খবর
- 219
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাদিকুর রহমান (২৭) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সাদিকুর ওই উপজেলার কালিয়ারভাঙা গ্রামের জামিরুল ইসলমের ছেলে।
জানা গেছে, সকালে জমিতে কাজ করতে কালিয়ারভাঙা হাওরে যান সাদিকুর। সে সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে।