- সেপ্টেম্বর ৮, ২০২২
- শীর্ষ খবর
- 359

হবিগঞ্জ প্রতিদিনঃ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে রুপিয়া খাতুন (৪০) নামে এক নারীকে কুপিয়ে খুন করেছেন তার স্বামী রঙ্গু মিয়া (৫০)। এ ঘটনায় ঘাতক রঙ্গুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটক রঙ্গু রিচি গ্রামের রজব আলীর ছেলে।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, বুধবার রাতে রঙ্গু মিয়া নিজ ঘরে তার স্ত্রী রুপিয়া বেগমের গলায় কাঠ কাটার কুড়াল দিয়ে আঘাত করেন। শব্দ শুনে পাশের কক্ষ থেকে ছেলে এসে এ ঘটনা দেখতে পান। পরে তিনি আহতাবস্থায় রুপিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ঘাতক রঙ্গুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
রুপিয়ার মরদেহটি হাসপাতালেই রয়েছে। তবে কী কারণে রঙ্গু তার স্ত্রীকে হত্যা করেছেন সেটি জানা যায়নি। তাকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।