• সেপ্টেম্বর ১৭, ২০২২
  • লিড নিউস
  • 231
বাগবাড়িতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় গলায় ফাঁস দিয়ে পারুল আক্তার (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. শুকুর আলী (৪২) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বাগবাড়ি এলাকার ফেনু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, নিহত পারুল ও তার স্বামী শুকুর আলীর সাথে প্রয় সময় ঝগড়া লাগত। বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করত শুকুর আলী বলে জানিয়েছেন প্রতিবেশীরা। শনিবার বিকেলে তাদের ঝগড়ার এক পর্যায়ে গলায় বিছানার চাঁদর দিয়ে গলায় ফাঁস দেন পারুল। এক পর্যায়ে প্রতিবেশীদের নজরে পরলে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার এস আই যতন স্বামী স্ত্রীর পারিবারিক ঝামেলায় এ ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।