- সেপ্টেম্বর ২২, ২০২২
- লিড নিউস
- 227
নিউজ ডেস্কঃ সিলেটে আবারও সড়কে নামলো পরিবহন শ্রমিকরা। পরিবহন নেতার উপর ডাকাতি মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার পুলের মুখ, হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল, আম্বরখানা, তেমুখীপয়েন্টসহ সিলেট নগরীর প্রবেশদ্বারগুলো গাড়ি আটকে বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।
সরজমিনে, দেখা যায় সিলেটের হুমায়ুন রশীদ চত্বর, চন্ডিপুল, টিলাগড় পয়েন্ট, কিনব্রিজ, তেমুখিসহ সবকটি পয়েন্টে শ্রমিকরা জড়ো হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে রাখেন।
এ সময় তারা মুহুর্মুহু শ্লোগান দিতে থাকে।
শ্রমিক ঐক্য বিভাগীয় পরিষদের সিলেট বিভাগীয় সমাজ কল্যাণ সম্পাদক জুলহাস উদ্দিন বাদল বলেন, নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আমরা রাজপথে কর্মবিরতি পালন করছি। যতক্ষণ না এই মামলা প্রত্যাহার হবে ততক্ষণ আমরা রাজপথে অবস্থান করবো।