- অক্টোবর ১, ২০২২
- খেলাধুলা
- 232
নিউজ ডেস্ক: বাংলাদেশের নবম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অফিশিয়ালি যাত্রা শুরু করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস টু। নারীদের এশিয়া কাপের এবারের টি টুয়েন্টি আসর দিয়ে ইতিহাসের পথে আজ শনিবার (১ অক্টোবর) যাত্রা শুরু করলো এই স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বেলুন উড়িয়ে গ্রাউন্ডস টু’এর উদ্বোধন করেন।
বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভিন্নধর্মী এই স্টেডিয়ামে দর্শকদের বসার পুরো জায়গাই গ্রিন গ্যালারি। এই স্টেডিয়ামের প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেসেখেলেই জয় তুলে নিয়েছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিলেটের মাঠে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
এদিকে ৩৬ ডিগ্রী তাপমাত্রার গরম উপেক্ষা করে সিলেটের মাঠে বাংলাদেশের খেলা দেখতে সকাল থেকেই গ্যালারিতে আসতে শুরু করেন দর্শকরা। টসে জিতে ব্যাট করতে নামা প্রতিপক্ষ থাইল্যান্ডকে মাত্র ৮২ রানেই আটকে দেয় টাইগ্রেসরা। সেই রান মাত্র ১১ ওভারেই তুলে ফেলে নারী দল। পুরো ম্যাচেই বাংলাদেশের উইকেট প্রাপ্তিতে উল্লাস করেছেন খেলা দেখতে আসা দর্শকরা। নিজেদের প্রথম ম্যাচে জেতা তাই অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দুপুর দেড়টায় মাঠে নামে ভারত ও শ্রীলংকা। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় দিয়েই আসর শুরু করেছে ভারত।