• অক্টোবর ২, ২০২২
  • শীর্ষ খবর
  • 259
সিলেটে সাত মাস পর করোনায় আক্রান্তের হার ১৮ শতাংশ ছাড়াল

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে প্রায় সাত মাস পর করোনা সংক্রমণের হার ১৮ শতাংশ ছাড়িয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৭২ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৮ দশমিক শূন্য ৬ শতাংশ। আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি সিলেট বিভাগে করোনা সংক্রমণের হার ছিল ২০ দশমিক ৬৩ শতাংশ। এরপর করোনা সংক্রমণের হার কমতির দিকে ছিল। প্রায় সাত মাসের মধ্যে কয়েক দফা করোনা সংক্রমণের হার শূন্য শতাংশ পর্যন্ত ছিল। সেপ্টেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার ওঠানামা করছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৮ শতাংশ ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট ও মৌলভীবাজার জেলার ৭২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩১ শতাংশ এবং মৌলভীবাজার জেলার ১১ জনের নমুনা পরীক্ষা কারও করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্ত হলো ৬৭ হাজার ৯৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২৫৬ জন।

সিলেটের সিভিল সার্জন এস এম শাহরিয়ার বলেন, করোনা শনাক্তের হার বাড়ছে। এ জন্য জনসাধারণের সচেতনতা প্রয়োজন। বর্তমানে জনসাধারণ স্বাস্থ্যবিধি অনুসরণ কিংবা মাস্ক ব্যবহারের ব্যাপারে উদাসীন। করোনা সংক্রমণ রোধে আগের মতো সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মাস্ক ব্যবহার বাড়াতে হবে।