- অক্টোবর ৮, ২০২২
- শীর্ষ খবর
- 233
জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে দরগাহ বাহারপুর গ্রামের বিলসংলগ্ন একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
কামরুল ইসলাম জকিগঞ্জ উপজেলার দরগাহ বাহারপুর গ্রামের মানিকপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের জুবের আহমদ, রুবেল আহমদ ও সুহেল আহমদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দরগাহ বাহারপুর গ্রামের বিলসংলগ্ন একটি পুকুরে সেচ দিয়ে মাছ ধরার কাজ করছিলেন ওই যুবকেরা। ভোরে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় পাশাপাশি থাকা চারজন আহত হন। এর মধ্যে কামরুল ইসলামকে অন্যরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য বলেছেন। তাঁদের কোনো অভিযোগ নেই। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।