• অক্টোবর ২৫, ২০২২
  • জাতীয়
  • 286
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রাণ গেল ১৮ জনের

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের আট জেলায় অন্তত ১৮ জন মারা গেছেন।

সোমবার রাতে উপকূলে আঘাত হানে সিত্রাং। এর প্রভাবে ঝড়ের আগে ও পরে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত এ তথ্য জানা যায়।

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামে আলাদা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খার স্ত্রী সারমিন বেগম ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রোমেছা বেগম।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে শিশুসন্তানসহ দম্পতির মৃত্যু হয়েছে। উপজেলার হেসাখালে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও তাদের মেয়ে লিজা আক্তার।

চেয়ারম্যান ইকবাল জানান, পরিবারটির ঘরের ওপর এসে পড়ে উপড়ে যাওয়া গাছটি। এতে ঘরেই একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অন্য দুজন মারা গেছেন।

ভোলা: ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ভোলা সদর উপজেলা, চরফ্যাসন, দৌলতখানে গাছচাপা পড়ে ৩ জন এবং পানিতে ডুবে একজনসহ মোট চারজন নিহত হয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- চরফ্যাসন উপজেলায় মনিরুল ইসলাম, দৌলতখান উপজেলায় খাদিজা বেগম, ভোলা সদর উপজেলায় মফিজুল ইসলাম এবং লালমোহন উপজেলায় রাবেয়া বেগম।

লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনা: ভেঙে পড়া গাছচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ১১৫ বছর বয়সী ওই নারীর নাম আমেনা বেগম।

বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নড়াইল: সোমবার দুপুর ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে গাছের ডাল ভেঙে পড়ে মর্জিনা বেগম নামের একজন মারা যান।

তিনি লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফফারের বাড়িতে ভাড়া থাকতেন; গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করতেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ: বৈরী আবহাওয়ায় যমুনায় নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় যমুনার একটি শাখা নদীতে সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন পূর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী ২৮ বছর বয়সী আয়েশা খাতুন ও তার ছেলে ২ বছরের আরাফাত হোসেন।

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় ৬৫ বছর বয়সী এক নারী মারা গেছেন।

সোমবার রাত ৮টার দিকে ঘুর্ণিঝড়ের তীব্র বাতাসে গাছ উপড়ে তার বসত ঘড়ের উপর আছড়ে পড়লে গাছ চাপায় মারা যান তিনি।

নিহত সুফিয়া জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর গ্ৰামের হালান মুসুল্লীর স্ত্রী।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক বছরের শিশু নিহত হয়েছে।

নিহত শিশুর নাম সানজিদ আফ্রিদি। সে পূর্ব চরবাটা গ্রামের মো. আবদুল্লাহর ছেলে। এ সময় তার মা সানজিদা খানম গুরুতর আহত হন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এসব তথ্য নিশ্চিত করেন।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ঘূর্নিঝড় সিত্রাংয়ে লৌহজং উপজেলার কনকসার গ্রামে গাছ ভেঙ্গে পড়লে বসতঘরের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা আসমা বেগম আশু ও মেয়ে সুরাইয়া।

মঙ্গলবার ভোরে স্থানীয়রা চাঁপা পড়া অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় বাবা আব্দুর রাজ্জাককে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছেলে আরাফাতকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে বঙ্গোপসাগরে ভেসে আসা আনুমানিক ৩ মাস বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সকালে উপজেলার ভাটিয়ারীর কদমরসুলে আছোয়া শিপইয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুমিরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া নিউজবাংলাকে জানান, মরদেহটি ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ ঘণ্টা আগের।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি সকাল ১০টার দিকে। পরে ভাটিয়ারীর কদমরসুলে আছোয়া শিপইয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় উদ্ধারে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্টদের দিয়েছি। মৃত মেয়ে শিশুটির বয়স ৩ মাসের মতো হবে।’

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।