- নভেম্বর ১৭, ২০২২
- জাতীয়
- 208
নিউজ ডেস্কঃ রাস্তায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে রাখার সুপারিশ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বুয়েটের মেকানিক্যাল বিভাগ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদনের বিষয় বিস্তারিত জানাতে বুয়েটের মেকানিক্যাল বিভাগে প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান ও বিআরটিএর পরিচালক সীতাংশু বিশ্বাসকে আগামী বৃহস্পতিবার আসতে বলেছেন আদালত। ওই দিন পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।
আইনজীবী তানভীর আহমেদ বলেন, ২০১৮ সালে দুজন ছাত্র মারা যাওয়ার ঘটনায় ওই রিট করা হয়েছিল। আর সম্পূরক আবেদন করে বলেছিলাম ১৯৪০ সালের আইন অনুযায়ী সিএনজির লুকিং গ্লাস বাইরে থাকতে হবে। এর পরিপ্রেক্ষিতে বুয়েট থেকে বিশেষজ্ঞ মত চেয়ে আদালত নির্দেশ দিয়েছিলেন। বিশেষজ্ঞরাও মত দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস বাইরে রাখতে হবে।