• নভেম্বর ২২, ২০২২
  • রাজনীতি
  • 340
হাজার মাইল দূরের তারেকের হাঁচিতে গণভবন কাঁপে কেন: আলাল

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য থেকে তারেক রহমান হাঁচি দিলেই বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের পিলার আর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন কেঁপে উঠে বলে মনে করেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আওয়ামী লীগ ভয় পায় দাবি করে এর কারণও জানতে চেয়েছেন তিনি। বলেন, এত ভয় পেলে লখিন্দরের বাসরঘরের মতো নিশ্ছিদ্র ঘর বানাক আওয়ামী লীগ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক আলোচনায় তিনি সব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘সাত হাজার মাইল দূরে থাকে তারেক রহমান। সেখান থেকে তিনি একটা হাঁচি দিলে বঙ্গভবন কেঁপে ওঠে। গণভবনের পিলার কেঁপে ওঠে। কী কারণে?’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘এতই ভয় পান তাহলে লখিন্দরের বাসর ঘর বানিয়ে সেখানে থাকেন যাতে কেউ দংশন করতে না পারে।
‘তবে সেখানেও আপনারা নিরাপদ না। কারণ, এত অপকর্ম, খুন, গুম করেছেন, মানুষকে এত অত্যাচার করেছে, দ্রব্যমূল্য বাড়িয়েছে, চাঁদাবাজি করেছেন। এর হিসাব একদিন আপনাদেরকে দিতে হবে। ওই সময়টা আর বেশি দূরে নয়।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খাটো করার সব চেষ্টাই করা হচ্ছে বলেও অভিযোগ করেন আলাল। বলেন, ‘প্রত্যেকটি খারাপ ও অপকর্ম প্রথম শুরু করেছে আওয়ামী লীগ। আজ তারা দায়ভার দিতে চাচ্ছে অন্যের কাঁধে। এইটা হচ্ছে ইতিহাসের ট্রাজেডি। এইখান থেকে সঠিক ইতিহাসে আনতে হবে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও।