- নভেম্বর ২৪, ২০২২
- শীর্ষ খবর
- 236
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুমেনা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সুমেনা ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও পার্শ্ববর্তী বাংলাবাজার ইউনিয়নের বাগমারা আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামের নানা বাড়িতে মিলাদ শেষে পরিবারের সবার সাথে দাওয়াত খায় সুমেনা। খাবার শেষে স্কুলে যাওয়ার কথা বলে বাড়িতে চলে আসে সে। বাড়ি এসে জনশূন্য ঘরের একটি কক্ষের সিলিং ফ্যানের সাথে মায়ের ব্যবহৃত শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমেনা।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।