• ডিসেম্বর ১৮, ২০২২
  • শিক্ষাঙ্গন
  • 339
প্রাথমিকের শিক্ষার্থীদের শীতকালীন ছুটি বাতিল

নিউজ ডেস্কঃ দেশের সরকারি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ও পহেলা জানুয়ারি বই উৎসবের কারণে শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে বড় দিনের ছুটি বহাল থাকবে।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, প্রাথমিকের ২০২২ সালের ছুটির ক্যালেন্ডারে সাত দিন শীতকালীন অবকাশের কথা উল্লেখ করা ছিল। তবে হঠাৎ করেই চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে অধিদপ্তর।

এতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে হবে পরীক্ষা। মোট চার বিষয়ে এ পরীক্ষা হবে। বিষয়গুলো হলো বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান। প্রতিটি বিষয়ের জন্য ২৫ নম্বর বরাদ্দ থাকবে।