- ডিসেম্বর ২২, ২০২২
- শীর্ষ খবর
- 342

হবিগঞ্জ প্রতিনিধিঃ পুলিশের দায়ের করা মামলা থেকে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ২৩ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন এ রায় ঘোষণা করেন।
অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার ২৩ আসামির মধ্যে সবাইকেই খালাস দেন তিনি।
আদালতের পেশকার তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি লড়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শেখ মো. আসাদুজ্জামান।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচনের আগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের কয়েকটি ধারা উল্লেখ করে এ মামলাটি দায়ের করেছিলেন নবীগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান। পরে মেয়রসহ বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় আসামিদের নামে গাড়ি ভাঙচুর করে জনসাধারণের জানমালের ক্ষতির চেষ্টা করার অভিযোগ আনা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, পৌরসভা নির্বাচনের আগে আমিসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ প্রমাণ না হওয়ায় বিচারক আমাদের বেকসুর খালাস দিয়েছেন। আমরা সঠিক বিচার পেয়েছি।