- ডিসেম্বর ২৪, ২০২২
- শীর্ষ খবর
- 245
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে জামায়াত নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক পথচারীসহ অন্তত ৫ জন আহত হয়। এ সময় পুরো শায়েস্তানগর এলাকাজুড়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও ১০ দফা দাবিতে শহরে গণমিছিলের আয়োজন করে হবিগঞ্জ জেলা জামায়াত। বিকাল সাড়ে ৪টার সময় শহরের শায়েস্তানগর এলাকার জেকে এন্ড এইজকে হাইস্কুল এন্ড কলেজের সামন থেকে হাঠাৎ করে কয়েকশত নেতাকর্মী গণ মিছিল শুরু করে।
মিছিলটি শায়েস্তানগর পয়েন্টে পৌছার পুর্বেই একদল পুলিশ সদস্য তাদেরকে ধাওয়া দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। এ ঘটনায় উত্তেজিত হয়ে জামায়াত নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দায়িত্ব পালন করার সময় এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমসহ অন্তত ৫ জন পথচারী আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছলে জামায়াতের নেতাকর্মীরা পিছু হটে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, জামায়াতের নেতকার্মীরা মিছিল দেয়ার চেষ্টা করলে আমরা তাদের বাঁধা দেই। এসময় তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।