• ডিসেম্বর ২৮, ২০২২
  • জাতীয়
  • 220
সব ধর্মের অনুসারীদের মধ্যে কিছু অপশক্তি আছে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের মানুষের সম্প্রীতি নষ্টের জন্য সব ধর্মের অনুসারীদের মধ্যে কিছু অপশক্তি আছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের মিলনায়তনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরিদুল হক খান বলেন, ‘সব ধর্মের অনুসারীদের মধ্যে কিছু অপশক্তি আছে, যারা সুযোগ খোঁজে আমাদের সম্প্রীতি বিনষ্ট করার। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। গ্রামাঞ্চলেও সাধারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এ দেশে যাঁরা বসবাস করেন, সবাই এ দেশের নাগরিক। সব ধর্মের মানুষ মহান মুক্তিযুদ্ধ করেছেন। সবার রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। সরকার সব ধর্মের উপাসনালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করছে। ইতিমধ্যে দেশে ৪৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য অব্যাহত রাখতে হবে।’

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ নজরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদসহ ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।