• ডিসেম্বর ৩০, ২০২২
  • শিক্ষাঙ্গন
  • 205
‘জ্ঞান সৃষ্টি ও মৌলিক গবেষণার প্রাণকেন্দ্র হবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি’

নিউজ ডেস্কঃ সিলেট তথা বাংলাদেশের অন্যতম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি হবে জ্ঞান সৃষ্টি ও মৌলিক গবেষণার প্রানকেন্দ্র। নিয়মিত পিয়ার রিভিউ জার্নাল প্রকাশ, বিভাগ ও বিষয়ভিত্তিক নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন ছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কর্মকে এগিয়ে নিতে কর্মশালার আয়োজন করা হবে। আগামী মাসে দুটি নতুন লেকচার হল ও দুটি অত্যাধুনিক সফটওয়ার ও হার্ডওয়ার ল্যাব স্থাপিত হচ্ছে। গত বৃহস্পতিবার ইউনিভার্সিটির কনফারেন্স রুমে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও প্রক্টরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথা বলেন।

তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে সেন্টার অব এক্সেলেন্সে পরিণত করতে বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরীর উদ্যোগ ও সার্বিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস এডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, ইংলিশ, ল’ এন্ড জাস্টিস বিভাগের স্প্রিং সেমিস্টার ২০২৩ এর ক্লাস শুরু হবে। সিলেট বিভাগসহ সারাদেশ থেকে ছাত্র-ছাত্রী ভর্তি হচ্ছে। এজন্য আগামী মাসে বিভিন্ন বিভাগে ৩০ জন প্রভাষক/সহকারি অধ্যাপক নিয়োগ দেয়া হবে।

উপাচার্য সুষ্ঠুভাবে সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা সম্পন্ন করায় সংস্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কাজী ওহিদুজ্জামান ও রেজিস্ট্রার তারেক ইসলাম।