- জানুয়ারি ২, ২০২৩
- লিড নিউস
- 306
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ব্যক্তিগত সফরে সিলেট আসছেন। ।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় ট্রেনযোগে হবিগঞ্জে এসে পৌঁছেছেন শেখ রেহানা। তিনি দ্য প্যালেস হোটেলে রাত্রিযাপন করেছেন।
হবিগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখবেন তিনি। এরপর মৌলভীবাজারের বাইক্কা বিল দেখবেন।
সেখান থেকে সিলেট সফরে আসবেন শেখ রেহানা। তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এ ছাড়া জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলাস্থ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখবেন তিনি।
তবে শেখ রেহানার সিলেট সফরের সময়সূচি বা সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে নারাজ সংশ্লিষ্টরা। নিরাপত্তাজনিত কারণে সময়সূচি সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীও তেমন কিছু জানায়নি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘এটি বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ব্যক্তিগত সফর। তিনি ব্যক্তিগত কাজেই আসছেন।’