- জানুয়ারি ৪, ২০২৩
- শীর্ষ খবর
- 221
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে সরকারি কর্মকর্তাদের সিল ও সই জাল করে জমির ভুয়া পর্চা তৈরি ও বিক্রির অভিযোগে মোহন খান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মোহন হবিগঞ্জ সদর উপজেলার সুলতানমামদপুর এলাকার ইদু মিয়ার ছেলে।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমের আশপাশে বিচরণ করতেন। ভূমি সেবা নিতে আসা মানুষদের ভুয়া পর্চা তৈরি করে দিতেন টাকার বিনিময়ে। এ কাজটি তিনি করতেন সরকারি কর্মকর্তাদের সিল ও সই জালিয়াতির মাধ্যমে।
আজ (বুধবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস রেকর্ডরুমের সামনে অভিযান চালিয়ে মোহনকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন।
মঈন বলেন, নিয়মিত মামলা দায়েরের পর মোহনেকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।