• জানুয়ারি ১০, ২০২৩
  • শিক্ষাঙ্গন
  • 292
শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

শাবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

এসময় শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক উপ-দফতর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক উপ গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।