• জানুয়ারি ১৭, ২০২৩
  • শীর্ষ খবর
  • 71
হবিগঞ্জে তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে সরিষা আবাদ

বানিয়াচং প্রতিনিধিঃ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এ বছর ১৫১ হেক্টর জমিতে সরিষার আবাদ বেড়ছে। ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় এ বছর শস্যটির চাষ অনেক বেড়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, গেল বছর বানিয়াচংয়ের হাওরে ২২৪ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবারে ১৫১ হেক্টর বেড়ে তা চাষের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫০ মেট্রিক টন। যার বাজার মূল্য হতে পারে প্রায় ৬ কোটি টাকা।

এক সময় এ উপজেলায় ব্যাপক পরিমাণ সরিষার চাষ হলেও গেল কয়েক বছরে সেই মাত্রাটি কম ছিল। সাম্প্রতিককালে ভোজ্য তেলের দাম বেড়ে যায়। সরকারের নির্দেশনা ছিল আবাদযোগ্য জমি পতিত না রাখতে। সেই লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করেছে।

এদিকে, প্রথমবারের মতো বানিয়াচং উপজেলার শেখের মহল্লা মাঠে সরিষা জমির পাশে মৌ-বাক্স স্থাপন করা হয়েছে। এতে একদিকে ফলন ও তার সঙ্গে বাড়তি লাভ মধু। আর মৌ-বাক্স স্থাপনের কারণে জমিগুলোতে উৎপাদন বাড়তে পারে ১৫ থেকে ২০ শতাংশ।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনামুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবাদ বাড়াতে চাষিদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •