• ফেব্রুয়ারি ৯, ২০২৩
  • শীর্ষ খবর
  • 312
বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা শনিবার

নিউজ ডেস্ক: বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে আগামী শনিবার দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

উক্ত কর্মসূচি সিলেট জেলার সকল ইউনিয়ন সমূহে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাযথ ভাবে বাস্তবায়ন করার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আহবান জানিয়েছেন।