• ফেব্রুয়ারি ৯, ২০২৩
  • শীর্ষ খবর
  • 392
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ছাতকের যুবক নিহত

নিউজ ডেস্ক: পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ৩০ বছর বয়সী বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে লিসবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন আহমদ সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

নিহতের স্বজন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল কাদির তালুকদার জানান, বৃহস্পতিবার সকালে পর্তুগালের লিসবন এলাকায় ইলেক্ট্রিক বাইক যোগে খাবার ডেলিভারি দিতে গিয়ে বিপরীতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে। এতে মমিন আহমদ গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমিন মারা যায়।