- ফেব্রুয়ারি ১১, ২০২৩
- আন্তর্জাতিক
- 371
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজারের বেশি হয়েছে বলে জানিয়েছেন দেশ দুটির কর্মকর্তা ও অধিকারকর্মীরা।
আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৬৬৫ জনে। অন্যদিকে সিরিয়ায় মৃত্যু হয় ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষের।
জাতিসংঘ বলেছে, ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় গৃহহীন হয়ে থাকতে পারে ৫৩ লাখ মানুষ।
সংস্থাটি আরও বলেছে, তুরস্ক ও সিরিয়ায় রান্না করা খাবার দরকার প্রায় ৯ লাখ মানুষের।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায়ও মানবিক সহায়তা পৌঁছানোর অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকার।
তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর লক্ষ্যে আরও দুটি রুট তৈরির কাজ করছে দেশটি।
দুই দেশেই উদ্ধারের ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপে চাপা পড়ার ১০০ ঘণ্টারও বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয়েছে অনেককে।