- ফেব্রুয়ারি ২৪, ২০২৩
- লিড নিউস
- 260
নিউজ ডেস্ক: দোয়ারাবাজারের আবু তালহা স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছেছেন ঠিকই। কিন্ত স্বপ্ন বাস্তবায়ন আর সুখের দেখা পাওয়া হয়নি তার। দেশে ফিরতে হবে তাকে লাশ হয়ে। তার পরিবারে এখন চলছে আহাজারি। লিবিয়া থেকে ইতালি পৌঁছার পর সেভ রুমেই মৃত্যুবরণ করেছেন আবু তালহা। বৃহস্পতিবার দুপুরে ইতালি সীমান্তে দালালদের একটি সেভ রুমে মৃত্যুবরণ করেন তিনি।
আবু তালহা দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামের খলিল মিয়ার ছেলে। তিনি সৎপুর কামিল মাদ্রাসার অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। কিছুদিন আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়াতে পৌঁছান তিনি।
সেখান থেকে সাগর পথে ইতালি পৌঁছার পর অতি দুর্বল অবস্থায় বৃহস্পতিবার দালালদের সেভ রুমেই মৃত্যুবরণ করেন আবু তালহা।
বিকেলে মৃত্যু সংবাদটি গ্রামের বাড়িতে পৌঁছার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। শোকে মুহ্যমান হয়ে পড়েন গ্রাম ও এলাকার লোকজন।
আবু তালহার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার আত্মীয় জাউয়াবাজারের খালেদ খান, সেলিম উদ্দিন, বিহাই গ্রামের নবের হোসেন ও বল্লভপুর গ্রামের জামিল আহমদ।