- মার্চ ২, ২০২৩
- লিড নিউস
- 283
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে সুরমা নদীতে পড়ে জেসমিন আক্তার তাজিম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সদরের আব্দুজ জহুর সেতু থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন জেসমিন।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাখানেক চেষ্টার পর দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
মৃত জেসমিন সুনামগঞ্জ সদরের ষোলঘর এলাকার রুহানুর রহমান রুহানের মেয়ে।
সে স্থানীয় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষার্থী ছিলেন।
নিহতের বান্ধবীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় বান্ধবীদের সঙ্গে সেতুতে বেড়াতে যান জেসমিন।
বান্ধবীদের হাত ধরে তিনি সেতুর রেলিংয়ে ওঠেন। এক পর্যায়ে বান্ধবীদের হাত ছেড়ে রেলিংয়ে হাটার চেষ্টা করতেই অসাবধানতাবশত সুরমা নদীতে পড়ে নিখোঁজ হন।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস বলেন, খবর পেয়ে তাদের একটি ডুবুরি দল ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে জেসমিন আক্তারকে মৃত উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।