• মার্চ ৬, ২০২৩
  • বিজ্ঞপ্তি
  • 499
শ্রীমঙ্গলে ইয়াসিন’স ক্যাফেটেরিয়ার উদ্বোধন

নিউজ ডেস্কঃ মানসম্মত সুস্বাদু খাবারের সমাহার নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মোহাজিরাবাদে ইয়াসিনস’স ক্যাফেটেরিয়া যাত্রা শুরু করেছে। গত শুক্রবার (৩ মার্চ) বাদ জুম্মা মিলাদ ও দোয়ার মাধ্যমে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়।

ক্যাফেটেরিয়া উদ্বোধন করেন ইয়াসিনস’স ক্যাফেটেরিয়ার চেয়ারম্যান লন্ডন প্রবাসী আব্দুল কালামের ছোটো ভাই আই বাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফুর রহমান উজ্জ্বল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নরেন্দ্র প্রসাদ জহর বর্ধন, ইউপি মেম্বার আবু তাহের, সাবেক মেম্বার ফারুক আহমেদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ নেতা শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ফটো সাংবাদিক মামুন হোসেন, সিলেট উইমেন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি জহিরুল ইসলাম, আবুল খায়ের, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম মন্নান, ইউসুফ খান ও ইয়াসিনস ক্যাফেটেরিয়ার পরিচালক রফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়ার পর ইয়াসিনস’স ক্যাফেটেরিয়ার পক্ষ থেকে এলাকার ৫ শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয়।