• মার্চ ৮, ২০২৩
  • শীর্ষ খবর
  • 170
দক্ষিণ সুরমায় পুকুর থেকে লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ মার্চ) বিকাল ৩টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুর ও লালাবাজারের মধ্যবর্তী হরমুজ আলী ফিলিং স্টেশনের পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, লাশের পরিচয় জানা যায়নি। উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।