• মার্চ ৮, ২০২৩
  • বিজ্ঞপ্তি
  • 258
প্রাথ‌মিকের বৃ‌ত্তি পেয়েছে অনুকৃষ্ণ সিংহ

নিউজ ডেস্কঃ সস্প্রতি প্রকা‌শিত ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মে‌ধার স্বাক্ষর রেখেছে অনুকৃষ্ণ সিংহ। সে সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডের নয়াবাজার কু‌শিঘাট এলাকার নরেন্দ্র সিংহ ও অরুনা সিনহার ছোট ছেলে।

২০২২ সালের ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে মে‌ন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল অনুকৃষ্ণ সিংহ ।

বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এ চারটি বিষয়ের উপর এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।এবারের বৃত্তি পরীক্ষায় ৪ টি বিষয়ে মোট নম্বর ছিল ১০০ এবং সময় ছিল দুই ঘন্টা।

ছেলের সাফল্যে এবং ভ‌বিষ‌্যতে ছেলের সুন্দর ভ‌বিষ‌্যত ও শিক্ষাক্ষেত্রে আরও সফলতা পায় এ কামনা করে সকলের প্রার্থনা চেয়েছেন নরেন্দ্র সিংহ ও অরুনা সিনহা। পাশাপা‌শি মে‌ন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞতা জা‌নিয়েছেন।