• মার্চ ১০, ২০২৩
  • শীর্ষ খবর
  • 204
নবীগঞ্জে জুয়ার আসর থেকে আটক ৪

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে চার জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য জানান।

আটকরা হলেন- নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের তাহের মিয়ার ছেলে রুহুল আমীন (৪২), গন্ধা গ্রামের আখলাকুর রহমান চৌধুরীর ছেলে রুহেল চৌধুরী (৪৫), একই গ্রামের মৃত এমরান মিয়ার ছেলে আবুল কালাম (৪৫) ও গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া (৩৫)।

ওসি মো. সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে জুয়ার আসর বসে। গোপন সূত্রে খবর পেয়ে আসর থেকে নগদ ৮ হাজার ৫০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ এ চার জনকে আটক করা হয়েছে।

জুয়ার আসর থেকে আরও কয়েকজন পালিয়েছে। মামলা দায়েরের পর আটকদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।