- মার্চ ১১, ২০২৩
- রাজনীতি
- 220
নিউজ ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ। সাধারণ মানুষ এখন মুরগি কিনতে পারেন না। বাজার থেকে মুরগির পা-হাড়গোড় কিনে নিয়ে যান। মানুষ খেতে পারছেন না। আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছে। তাদের পতন সুনিশ্চিত।
আজ শনিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেলগেট এলাকা-সংলগ্ন মারকাজ পয়েন্টে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রদানসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি এ কর্মসূচি পালন করেছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বলেন, জনগণের মুখপাত্র হিসেবে বিএনপি মানুষের অধিকার আদায়ের দায়িত্ব পালন করছে। বিএনপি জনগণের মনের কথা বলে। আওয়ামী লীগ আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। জনগণের প্রতি সরকারের কোনো দায় নেই।
মোয়াজ্জেম হোসেন আরও বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিএনপিকে গালাগালি করে। তাদের শান্তি সমাবেশ দেখলে ১৯৭১ সালে পাকিস্তানিদের দোসর শান্তি কমিটির কথা মনে পড়ে যায়। ১৯৭১ সালের শান্তি কমিটি আর এখনকার শান্তি সমাবেশ একই সূত্রে গাঁথা।
সভাপতির বক্তব্যে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের মানুষ একদিকে বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে বারবার বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। দেশকে এ সংকট থেকে মুক্ত করতে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করতে হবে।
কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির নেতা আশিক উদ্দিন আহমদ, মামুনুর রশিদ, হাসান আহমদ পাটোয়ারী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, শামীম আহমদ, ফখরুল ইসলাম, মাহবুবুর রব চৌধুরী, ইকবাল আহমদ, আবুল কাশেম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, এস টি এম ফখর উদ্দিন, গোলাম রব্বানী, কোহিনূর আহমদ, লিলু মিয়া, আজিজুর রহমান, আবদুল্লাহ মিসবাহ, ইসমাঈল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ১০ দফা দাবিতে মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ বক্তব্য দেন।