- মার্চ ১২, ২০২৩
- শীর্ষ খবর
- 221
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশ এসল্ট মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজুল ইসলাম মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।
লাখাই থানা পুলিশ রোববার (১২ মার্চ) দুপুরের দিকে তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন ভোরে উপজেলার মুড়িয়াউক গ্রামে নিজ বাড়ি থেকে তাজুলকে গ্রেফতার করা হয়। তাজুল মোল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লার আপন ছোট ভাই।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সিলেটে বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে গত বছরের ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে লাখাইয়ের বামৈ বাজারে প্রস্তুতি সভার আয়োজন করে বিএনপি। সাবেক মেয়র জিকে গউছসহ নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সভাস্থলে এসে বাঁধা দিলে নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
ঘটনার পরদিন লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বী বাদী হয়ে পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করেন। এতে জিকে গউছসহ ৪৫ জনের নাম উল্লেখ ও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।