• মার্চ ১৩, ২০২৩
  • শীর্ষ খবর
  • 163
হাসপাতালে ভর্তি সিসিক মেয়র আরিফ, দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া

নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ। রবিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নগরের নয়াসড়কে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, মেয়র আরিফুল হক চৌধুরী গত রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি আছেন মেয়র। তাঁর হার্টের সমস্যা রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ বলেন, ‘মেয়র মহোদয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকগণ দেখছেন। তাঁকে সিলেটে রাখা হবে নাকি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকগণ।’

এদিকে, সুস্থতার জন্য চিকিৎসাধীন অবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর শারীরিক সুস্থতার জন্য সিলেট নগরবাসী তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।