• মার্চ ২১, ২০২৩
  • শীর্ষ খবর
  • 207
সুনামগঞ্জে উপহারের ঘর পাচ্ছে আরও ১ হাজার ২১৩ পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে আরও এক হাজার ২১৩টি পরিবার।

বুধবার (২২ মার্চ) তৃতীয় ও চতুর্থ পর্যায়ে জমিসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে তিনটি ধাপে সুনামগঞ্জে আরও পাঁচ হাজার ৮২১টি পরিবারকে এ আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে।

বুধবার নতুন করে এক হাজার ২১৩টি ঘর দেওয়া হলে এ জেলায় মাথাগোঁজার ঠাঁই পাওয়া পরিবারের সংখ্যা হবে সাত হাজার ৩৪টি।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং হয়।

প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

জেলা প্রশাসক জানান, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচি হাতে নেওয়া হয়। সারাদেশের সব ভূমিহীন-গৃহহীন মানুষকে মুজিববর্ষ উপলক্ষে জমিসহ সেমিপাকা ঘর দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জে বুধবার জমিসহ আরও এক হাজার ২১৩টি ঘর ভূমিহীন-গৃহহীনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন জানান, সুনামগঞ্জ জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা আট হাজার ৪৪৬টি। এর মধ্যে চতুর্থ পর্যায়সহ প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে সাত হাজার ৩৪টি। অন্য আরেকটি প্রকল্পের মাধ্যমে আরও ৩৪৪টিসহ মোট সাত হাজার ৩৭৮টি ভূমিহীন পরিবার মাথাগোঁজার ঠাঁই পেয়েছে।

বুধবার ঘর দেওয়ার পর এ জেলায় আরও এক হাজার ৬৮টি ভূমিহীন পরিবার থাকবে। বুধবার জেলার বিশম্ভরপুর উপজেলাকে প্রধানমন্ত্রী ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন বলেও প্রেসব্রিফিংয়ে জানানো হয়।