- মার্চ ২৫, ২০২৩
- শীর্ষ খবর
- 364
 
			          হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম বিষ্ণু সরকার (১৯)। তিনি ইকরাম গ্রামের লিয়াকত আলীর ছেলে।
জেলার বানিয়াচং উপজেলায় ইকরাম গ্রামে শুক্রবার (২৪) মার্চ রাতে এ ঘটনা ঘটে।
নিহত বন্ধুর লাশ মাটিতে পুঁতে রাখার সময় হাতেনাতে ধরা পড়েন ঘাতক।
তিনি লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে। অভিযুক্ত ঘাতকের নাম মিন্নত আলী (২৫)।
বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিষ্ণু সরকারের বন্ধু ছিলেন মিন্নত আলী। সেই সুবাদে মিন্নতের কাছে থেকে বিষ্ণু ২০ হাজার টাকা ধার নেন। এ টাকা ফেরত দেওয়া নিয়ে শুক্রবার রাত ২টার দিকে মিন্নতের বাড়িতে দুজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিন্নত কোদাল দিয়ে বিষ্ণুর মাথায় আঘাত করলে তিনি মারা যায়। পরে মরদেহ মাটিতে পুঁতে রাখার সময় এলাকাবাসী তাকে আটক করে। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও জানান, শনিবার (২৫ মার্চ) সকালে বিষ্ণুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 
             
				       
				       
				      